বিশেষ প্রতিনিধিঃ-
ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ময়মনসিংহ বিভাগীয় কমিটি গঠন।মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে মাওলানা শফিকুল ইসলাম সঞ্চালনায় ময়মনসিংহের সদরে মিসবাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় সকাল ১০ ঘটিকার সময় ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান প্রাচীনকাল থেকে এদেশে ইসলামিক আদর্শ ও মূল্যবোধের লালন চর্চা করে আসছে। ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ২২ শে মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন এর অন্যতম গুরুত্বপূর্ণ বৃহৎ প্রকল্প। প্রকল্পের প্রথম পর্যায়ের শিক্ষা কার্যক্রম জানুয়ারি ১৯৯৩ সালে শুরু হয়ে ধারাবাহিকভাবে ৭ম পর্যায় অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত চলমান রয়েছে। উক্ত প্রকল্পে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড শিক্ষা বিস্তারের কাজে মসজিদের ইমাম সাহেবের সম্পৃক্ত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৯৩ সালে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক, সহজ কুরআন ও বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু করেন। বর্তমানে ৭৩৭৬৮ জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষা কার্যক্রমকে আরো বেগবান ও ও সরকারি কাজে সার্বিক সহযোগিতা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় তারই ধারাবাহিকতায় ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ময়মনসিংহ বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি মাওলানা মুফতি হোসাইন আহমদ সঙ্গী, প্রধান আলোচক মাওলানা জুবাইদুর রহমান, বিশেষ অতিথি মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা কে এম মিনহাজ উদ্দিন মাওলানা খলিলুর রহমান প্রমুখ।