<<পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম>>
ময়মনসিংহের ধোবাউড়ায় ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সাংসদ মি. জুয়েল আরেং যোগাযোগ ব্যবস্থায় সাধারণ জনগণের ভোগান্তির চিত্র পরিবর্তনে দ্রুত বাস্তবায়িত করছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তার কাজ।
সোমবার সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের সূর্যপুর গ্রামের প্রধান ধোবাউড়া-হালুয়াঘাট সড়ক থেকে সৈয়দ আলীর বাড়ি পর্যন্ত রাস্তার কাজ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জালাল উদ্দিন সোহাগ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, বাঘবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, বাঘবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল হক রুবেল, সাধারণ সম্পাদক লিটন বেপারী, কৃষকলীগ নেতা আশরাফুল কবীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, যুবলীগ নেতা শহীদুল্লাহ কায়সার রনি প্রমুখ।