আমি ভোটার- আসছে নির্বাচন
এবার হবে খেলা, প্রার্থী দেখি অনেক বেশী, মজাই মজা!! করবো উপার্জন!!
প্রার্থীরা সব আসবে যখন
মিথ্যে কথার ফুলঝুরিতে
ভুলাবো আমি তখন!
আপনি এবার চেয়ারম্যান হবেন
দিব মোরা ভোট
আপনার জন্য প্রাণটা বাজী
আমরা ঐক্য জোট!
প্রার্থী মহাশয় বেজায় খুশী
পকেটে দিয়ে হাত
টাকা দিলো সিগারেট দিলো
বুলালো মাথায় হাত।
আরেক বেটা আসবে নাকি
বলেছে করিম ভাই
গভীর রাতে কথা হবে
আছি অপেক্ষায়!!
হাঠাৎ দেখি গাড়ীর আলো
আসছে আমার ভাই
বলতে হবে চেয়ারম্যান এবার আপনিই হবে
কোন সমস্যা নাই!
কি হে চেয়ারম্যান ভাই
এতো দেরী কেন?
আপনার জন্য হাজার খানেক
ভোটার এখানে ছিল!
অসুবিধে নাই গো তাতে
আমি আছি তো
যা দেবার সব দিয়ে যান
ভোট দেব শতশত!
আমি ভোটার-
আমার চেয়ে এখন
বেশী দামি কে আছে আর??
প্রতিদিনই প্রার্থী আসবে
সবাই আমার ভাই
সবার সাথে একই কথা
ভোটের অভাব নাই!
এমন ভোটার আমি
কি বা আছে ভাবনাতে মোর
কে বা হবে জয়ী?
এসব কি আর আমি ভাবী?
আমার যে চাই অনেক টাকা
অনেক সিগারেট
সবার কাছে থেকেই আমি
করবো ভারী পকেট!
ভোটের দিনে ইচ্ছে মত
ভোটটা দিতে যাবো
হিসেব করে দেখবো আমি
কে দিয়েছে বেশী টাকা
তাকেই ভোটটা দেব!
নেশা খোর – না গাঁজা খোর
কি আছে জানার
টাকা হলেই ভোটটা দেব
ভোটটা যে ভাই আমার!