ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ধোবাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের গ্রুপ “ধোবাউড়া হেল্পলাইন” কর্তৃক “আমার চোখে আমার ধোবাউড়া”শিরোনামে আয়োজিত ফটোগ্রাফি কনটেস্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে ধোবাউড়ার প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মজীবী মানুষের সংগ্রাম দারুন ভাবে তুলে ধরা হয়েছে।
এতে প্রতিযোগীরা চলমান পরিস্থিতে ধোবাউড়াকে চমৎকারভাবে উপস্থাপন করেছে। ৫ টি ক্যাটাগরিতে প্রতিযোগীদের প্রায় ৩শত ছবি থেকে বিচারকগণ “বেস্ট ফটোগ্রাফার” সহ মোট ৬জন বিজয়ী নির্বাচন করেছেন।
সোমবার দুপুরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলার নির্বাহী অফিসার রাফিকুজ্জামান।
তিনি বিজয়ীসহ সকল অংশগ্রহণকারীদের জন্যে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি ধোবাউড়া হেল্পলাইন এর চলমান অনলাইন ক্লাসের ভূয়সী প্রশংসা করেছেন। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্টানে গ্রুপের এডমিন ও মডারেটর উপস্থিত ছিলেন।