তারাকান্দা প্রতিনিধিঃ- ময়মনসিংহের তারাকান্দায় ইউএনও’র অফিসের কথিত কর্মচারী তারেকুল ইসলাম ঝিনুকের রাজকীয় বিয়ে নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হচ্ছে। জানা গেছে, গত শুক্রবার তারাকান্দা উপজেলার নির্বাহী কার্যালয়ে কথিত কর্মচারী (কম্পিউটার) অপারেটর তারেকুল ইসলাম ঝিনুক সদর উপজেলার মহজমপুর গ্রামে রেজিস্ট্রে কাবিন মুল্য বিবাহ হয়। গত শনিবার তার নিজ বাড়িতে বিশাল জাঁকজমকপূর্ণ রাজকীয় ভাবে বিশাল স্পেন্ডেলের মাধ্যমে হাজারের অধিক মেহমানদের আপায়ন করা হয়। তারাকান্দা উপজেলার প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী,জনপ্রতিনিধিরা বৌভাত অনুষ্ঠানে অংশ নেন। এ নিয়ে তারাকান্দায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতি মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসন কর্মকর্তার ছবি ফেইসবুকেৃ ভাইরাল হয়ে পরেছে। স্থানীয়রা জানায়, এ বিয়েতে প্রায় আনুমানিক অর্ধ কোটি টাকা খরচ হয়ছে বলে তাদের ধারণা। কতিথ উপজেলা প্রশাসনের কর্মচারী তারিকুল ইসলামের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে খাবার সরবারাহের অর্থ তছরোপের অভিযোগ রয়েছে। এ নিয়ে একাদিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। তারাকান্দা উপজেলা যুবলীগের আহব্বায়ক আব্দুল মান্নান জানান,জামাতের সক্রিয় সদস্য তারিকুল ইসলাম ঝিনুক। তারাকান্দা উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বিক্স ফিল্ড,সরিষা মিল,ভাঙ্গারি ব্যাবসায়ী সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।